কান্দি, ২৪ অগাস্টঃ মুর্শিদাবাদের ভরতপুরে এক গৃহবধূকে খুনের ঘটনায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত। শুক্রবার এই রায় দেন বিচারপতি সন্দিপ কুমার মান্না। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত স্বামী সহদেব ঘোষ এখনও অধরা।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ মার্চ ভরতপুর থানার আলুগ্রামের পূর্বপাড়ায় গৃহবধূ সুস্মিতা ঘোষকে খুন করে তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। মৃতার পরিবারের অভিযোগ ও তিন বছরের কন্যা সন্তানের সাক্ষ্যের ভিত্তিতে ওই গৃহবধূর দেওর অধীর ঘোষ, কাকা শ্বশুর সুশান্ত ঘোষ ও কাকি শাশুড়ি সর্বানী ঘোষকে গ্রেফতার করে ভরতপুর থানার পুলিশ। এরপর শুক্রবার ২২ জনের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত তিনজনকে দোষীসাব্যস্ত করে কান্দি মহকুমা আদালত। অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ মাস জেল হেপাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OYktDh
August 24, 2018 at 05:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন