মুম্বাই, ১৭ আগস্ট- সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। টুইটে শাহরুখ খান লিখেছেন- বাবা আমাকে দিল্লিতে অটলজির ভাষণ শোনাতে নিয়ে যেতেন। বহু বছর পর তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় আমার। উনার সঙ্গে কবিতা, ছবি, রাজনীতি- এমনকি উনার হাঁটুর ব্যথা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। উনার লেখা কবিতার ওপর অভিনয় করারও সুযোগ মেলে। বাড়িতে উনাকে ডাকা হতো বাপজি বলে। দেশ এক পিতৃতুল্য পুরুষ ও মহান নেতাকে হারাল। ব্যক্তিগতভাবে আমি আমার শৈশবের একটি অংশ হারালাম। আপনার হাসিমুখ মিস করব বাপজি। অটল বিহারি বাজপেয়ি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। ৯ সপ্তাহ ধরে এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্র: যুগান্তর আর/১৭:১৪/১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MyRcl8
August 17, 2018 at 11:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top