বঙ্গবন্ধু’র খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে রোববার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চরা কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, সদর উপজেলা শাখার সভাপতি কৌশিক আহম্মদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি জাহিদ হাসান পরশ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি ওলিদ হাসান গালিব। বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী কাছে স্মারকলিপি দেয়া হয়।
নাচোল
আমাদের নাচোল প্রতিবেদক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রত রায় কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এই মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ শোভনের সভাপতিত্বে মানববন্ধনে চলাকারে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হাসান উজ্জল, ভাইস প্রেসিডেন্ট রেজুয়ান আহম্মেদ নাঈম, শিক্ষা পাঠ চক্র বিষয়ক সম্পাদক তুষার ইমরান, সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল সাবা, কসবা ইউপি ছাত্রলীগের সভাপতি রাসেল আহাম্মদ।
মানব্বন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রত রায় কার্যকরের দাবি জানান।
ভোলাহাট


আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে দ্রুত ফিরিয়ে আনার দাবীতে রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ দক্ষিণ গেটে সামনে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলীপি পেশ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ঘন্টা ব্যাপি মানব্বন্ধন চলাকারে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহলত আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্লাবন, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ ও মাহমুদুর রহমান শাহ্ বনি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ক্রীড়া সম্পাদক ঈমন মাহলত। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে স্মারকলীপি প্রদাণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৮-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2OuDGfv

August 12, 2018 at 03:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top