এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের কোনো অ্যাথলেট পদক জিতবেন, তা অলীক কল্পনা। তবে যারাই এশিয়ান গেমসে অংশ নেন তাদের লক্ষ্য থাকে বড় এ আসরে অন্তত নিজের সেরাটা করার। কিন্তু বেশিরভাগই ব্যর্থ হন। তবে নারী অ্যাথলেট সুমী আক্তার সে লক্ষ্য পূরণ করতে পেরেছেন। এশিয়ান গেমসের মতো আসরে তিনি ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন ৪০০ মিটার দৌঁড়ে। শনিবার মহিলাদের ৪০০ মিটারে ৩ নম্বর হিটে অংশ নিয়ে ৬ জনের মধ্যে চতুর্থ হয়েছেন বাংলাদেশে সেনাবাহিনীর এ অ্যাথলেট। সময় নিয়েছেন ৫৭.১৬ সেকেন্ড। গত জুলাইয়ে ১৪ তম জাতীয় সামার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনি এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন ৫৭.৯০ সেকেন্ড সময় নিয়ে। এশিয়ান গেমসে মানিকগঞ্জের সুমী সময় কমিয়েছেন ০.৭৪ সেকেন্ড। ব্যক্তিগতভাবে এটা সুমীর সাফল্যই। যদিও এ ইভেন্টে অংশ নেয়া ১৮ জন প্রতিযোগির মধ্যে তার অবস্থান ১৪তম। কিন্তু ঘরের ট্র্যাকের চেয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভালো টাইমিং নিশ্চয়ই আগামীর জন্য অনুপ্রেরণা যোগাবে ২১ বছর বয়সী এ নারী অ্যাথলেটকে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2o96EGB
August 26, 2018 at 05:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top