হাঁসুয়ার কোপ মেরে স্ত্রীকে খুন করল স্বামী, গ্রেফতার অভিযুক্ত

মালদা, ১ অগাস্টঃ পারিবারিক কলহের জেরে মত্ত স্বামীর হাঁসুয়ার কোপে মৃত্যু  হলো এক গৃহবধূর। মোথাবাড়ির সাটাঙ্গাপাড়ার ঘটনা। মৃত গৃহবধূর নাম হালিমা বিবি(৩০)। মৃতার স্বামী সায়েদ শেখকে গ্রেফতার করেছে মোথাবাড়ি পুলিশ। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকবছর আগে সাটাঙ্গাপাড়া গ্রামের সায়েদ শেখের সঙ্গে পূর্ববর্তী গ্রামের হালিমার বিয়ে হয়। তাদের তিন সন্তানও রয়েছে। সম্প্রতি হালিমা ও সায়েদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি হয়। সায়েদের মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে থাকে। মঙ্গলবার রাতে সায়েদ মদ খেয়ে বাড়িতে এলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বাড়তে বাড়তে তা চরমে পৌঁছায়। প্রথমে স্ত্রীকে হাঁসুয়ার কোপ ও পরে লাঠি দিয়ে পিটিয়ে মারে সে। প্রতিবেশীরা গুরুতর জখম হালিমাকে প্রথমে মোথাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ও পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। হালিমার বাপের বাড়ির লোকজন মঙ্গলবার মোথাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবারই গভীর রাতে মোথাবাড়ি থানার পুলিশ খুনের অভিযোগে সায়েদকে গ্রেফতার করেছে। মোথাবাড়ি থানার ওসি হারাধন ঘোষ জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে স্বামী মদের নেশায় স্ত্রীকে হাঁসুয়ার কোপ মারে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে  গ্রেফতার করেছে।

সংবাদদাতাঃ তনয় মিশ্র

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2n2lpL3

August 01, 2018 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top