ফ্লোরিডা, ০৫ আগস্ট- যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার খেললেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আর প্রথমবারেই তার বাজিমাত। তুলে নিলেন টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পাশাপাশি খেললেন ৪৪ বলে ৭৪ রানের চোখ জুড়ানো এক ইনিংস। ফ্লোরিডার মাটিতে এমন অসাধারণ একটি ইনিংস খেলতে পেরে প্রথমবারই উইকেটের প্রেমে পড়ে গেলেন দেশ সেরা এই ওপেনার। রবিবার ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১২ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় আনল লাল-সবুজের বাংলাদেশ। আর এই ম্যাচে ব্যাটিংয়ে বেশ উজ্জ্বল ছিলেন তামিম এবং সাকিব আল হাসান। গায়নায় সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন তামিম ইকবাল। কিন্তু আজ আর সেই ভুল হতে দিলেন না তিনি। তামিম খেললেন দলকে জেতলেন। ম্যাচ শেষে গতম্যাচের ব্যর্থতাকে সামনে এনে তামিম বলেন,সেন্ট কিটসে যেমন শর্টে আউট হয়েছিলাম, মনে হয়েছে আজও ব্যাটে-বল হয়ে যাবে। তাই আমি আজ শুরুর দিকে কিছুটা সময় নিলাম। তারপর উইকেটের ধরণ বুজে খেলতে পেরেছি। এখানে প্রথমবার খেললাম। আর প্রথমবারেই ফ্লোরিডার উইকেটের প্রেমে পড়ে গেলাম। রবিবার ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে শুরুটা বেশ ধীর গতিতে করে বাংলাদেশ। দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল সফরকারীরা। তখনই ব্যাট হাতে সাকিবকে সঙ্গী করে দলকে এগিয়ে নেন তামিম। দুজন মিলে গড়ে তুলেন ৯০ রানের পার্টনারশিপ। তামিমের পাশাপাশি দারুণ ছন্দে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ৩৮ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেললেন তিনি। ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করে তামিম বললেন,অভিশ্বাস্য একটি ইনিংস খেলেছে সাকিব। সে আমার চাপ অনেকটা কমিয়ে দিয়েছে। ব্যাটিংয়ে আসার পরেই তাকে বেশ ফর্মে দেখা গিয়েছিল। খুব তাড়াতাড়ি সে কয়েকটি বাউন্ডারি খেলে। যার ফলে আমরা বড় সংগ্রহের দিকে আগাই। সূত্র: ঢাকাটাইমস এমএ/ ০৪:১১/ ০৫ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O93T3d
August 05, 2018 at 10:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন