জাকার্তা, ২৬ অগাস্টঃ বিশ্বের ৫ নম্বর খেলোয়াড় রাতচানক ইন্তানন-কে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল। সঙ্গে সঙ্গে দেশের জন্য ব্রোঞ্জ নিশ্চিত করলেন তিনি। মাত্র ৪২ মিনিটে বিপক্ষকে ২১-১৮, ২১-১৬ গেমে উড়িয়ে সেমিতে নিজের জায়গা করে নিলেন তিনি। তার সঙ্গেই গড়লেন ইতিহাস। এর আগে এশিয়ান গেমসে কোনো ভারতীয় মহিলা শাটলার পদক পাননি।
১৯৮২ সালে শেষ বার পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন সইদ মোদি। এরপর ৩৬ বছর এই বিভাগে কোনো পদক আসেনি।
সেমিফাইনালে তাই জু ইং-এর মুখোমুখি হবেন সাইনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BM7suJ
August 26, 2018 at 03:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন