ঢাকা, ১৫ আগস্ট- নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে প্রকাশ হলো বঙ্গবন্ধুকে নিয়ে গান পিতার রক্তে। পিতার রক্তে রঞ্জিত এই বাংলাকে ভালোবাসি, তার রেখে যাওয়া এই বাংলার বুকে বারবার ফিরে আসি এমনই কথায় সুজন হাজংয়ের লেখা ও যাদু রিছিলের সুর করা গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি ১৪ আগস্ট একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন,গানটিতে বঙ্গবন্ধুকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। গানের কথা ও সুরের মধ্যে বৈচিত্রময় অনুভূতির প্রকাশ পেয়েছে। জাতির জনকের জন্য সম্মান, অহংকার, বিষাদ, দেশপ্রেম, হাহাকার, প্রার্থনা এবং বিজয় এই সবগুলো অনুভূতি প্রকাশ হয়েছে এই গানে। গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি নিজেও সম্মানিত বোধ করছি। গানটির সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন,বিষয় ভিত্তিক গানের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছি আগেও। এই গানটি আলাদা তৃপ্তি দিয়েছে মনে। ফাহমিদা আপা দারুন গেয়েছেন আশাকরি সবার মনে নাড়া দিবে এই গানটি। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/১৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MLG1Cd
August 16, 2018 at 12:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top