গুটখা নিযে বিবাদ, দলিতকে খুনের চেষ্টার অভিযোগ

লখনউ, ৪ অগাস্টঃ গুটখার ভাগ নিয়ে ঝামেলার জেরে এক দলিতকে খুনের চেষ্টার অভিযোগ উঠল উচ্চবর্ণের দুই যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মথুরার ঘটনা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার স্থানীয় শাপোহা গ্রামে গুটখা খাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয়। আহত ব্যক্তি উচ্চবর্ণের লোকদের গুটখার ভাগ দিতে রাজি না হওয়ায় উচ্চবর্ণের ২ যুবক তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। গুরুতর আহত ওই ব্যক্তিকে মথুরা হাসপাতালে ভরতি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ঘটনায জড়িত থাকার অভিযোগে রাহুল ও রাজু নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে হামলা, খুনের চেষ্টা সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় শনিবারও পুলিশ টহল চলছে। যদিও গ্রামবাসীদের একাংশের দাবি, গুটখা ভাগ করতে না চাওয়ায় রাহুল ও রাজু ওই ব্যক্তিকে মারধর করে। অপমানে নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ব্যক্তি।

ছবিটি প্রতীকী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LQgICJ

August 04, 2018 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top