কোটি টাকা নয়ছয়ের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

মালদা, ৩ অগাস্টঃ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠল মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ চারজনের বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, ২০১৭-১৮ আর্থিক বর্ষে বরাদ্দ হয়েছে ৩ কোটি ৬২ লক্ষ টাকা। এরমধ্যে প্রায় ৬৫ লক্ষ টাকার কাজ হয়েছে। তবে বাকি টাকার কোনও হদিস পাওয়া যায়নি। তাঁদের অভিযোগ, ভুয়ো বিল বানিয়ে বাকি টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান আজমিরা বিবি এবং তিন পঞ্চায়েত কর্মী। ব্লক ও জেলা প্রশাসনের কাছে পঞ্চায়েত প্রধান সহ চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানো হয় বলেও জানা গিয়েছে। সরজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান আজমিরা বিবিকে ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সংবাদদাতাঃ আবু কালাম আজাদ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KlAa4B

August 03, 2018 at 06:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top