হোসে মরিনহো স্পষ্টবাদী মানুষ, সবকিছু পরিষ্কার করে বলতেই ভালোবাসেন। প্রতিপক্ষ তো বটেই, নিজের খেলোয়াড়দের সমালোচনা করতেও আটকান না তিনি। সেটার প্রমাণ পাওয়া গেল আরেকবার। এবার পল পগবার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে স্পষ্ট কথা বলেছেন তিনি। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের খুব কম ম্যাচেই একাদশে খেলিয়েছেন তিনি ফরাসি মিডফিল্ডারকে। এবারের গ্রীষ্মের দলবদলে পগবাকে তাই বিক্রি করে দেওয়ার খবরও ছাপা হয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যমে। যদিও বিশ্বকাপ জয়ী এই তারকা লিস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচে একাদশে নেমেছিলেন অধিনায়ক হিসেবে। কিন্তু ওই ম্যাচ শেষেই সংবাদমাধ্যমের সামনে মরিনহোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দিয়েছিলেন পগবা। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ সেটা স্বীকারও করেছেন অবলীলায়। শুধু তাই নয়, পগবাকে নিয়ে তিনি কখনই সুখী নন বলে মন্তব্য করেছেন পর্তুগিজ কোচ। শুক্রবার সংবাদ সম্মেলনে মরিনহো বলেছেন, সত্য হলো আমরা দুই বছরের বেশি সময় ধরে একসঙ্গে আছি এবং আমি কখনই ওকে নিয়ে সুখী নই। এখনও না, আর এটাই সত্যি। পগবার মন্তব্য তাই মোটেও গায়ে মাখছেন না তিনি, ওর কাছ থেকে আমি বেশি কিছু আশা করি না। ও (লিস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর) কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু চাই ও ভালো খেলুক, আমি চাই ও দলের জন্য খেলুক, ভক্তদের জন্য খেলুক। সঙ্গে যোগ করেছেন, পগবা বলেছে সে ভক্ত ও দলের জন্য খেলেছে, আমি তো সেটাই চাই। এর চেয়ে বেশি আর কী চাইতে পারি আমি খেলোয়াড়দের কাছ থেকে। আবারও বলছি, আমি চাই ও ভালো খেলুক। ইএসপিএনএফসি সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৭:১৪/১৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L2Vk8b
August 18, 2018 at 03:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন