বীরপাড়া, ২০ অগাস্টঃ প্রাপ্য মজুরি না দেওয়া, পিএফ কেটে অ্যাকাউন্টে জমা না দেওয়া সহ বিভিন্ন অভিযোগে উত্তেজনা ছড়াল বীরপাড়ার রামঝোরা চা বাগানে। সোমবার বাগান কর্তৃপক্ষ কারখানার পুরোনো লোহার জিনিসপত্র বিক্রি করতে গেলে তা আটকে দেন শ্রমিকরা। তাঁরা সাফ জানিয়ে দেন, আগে তাঁদের প্রাপ্য মজুরি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ যাবতীয় সমস্যার সমাধান করতে হবে। তবেই তাঁরা বাগান কর্তৃপক্ষকে জিনিসপত্র বিক্রি করতে দেবেন।
শ্রমিকরা জানান, অন্য চা বাগানের শ্রমিকরা ১৫৯ টাকা দৈনিক মজুরি পেলেও তাঁরা পাচ্ছেন ১৩২ টাকা পঞ্চাশ পয়সা। এ প্রসঙ্গে বীরপাড়ার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার রাজু দত্ত বলেন, ‘সমস্যার কথা জানা নেই।’ বাগানের ম্যানেজার আর পি ঠাকুর বলেন, ‘সমস্যা মেটানোর চেষ্টা চলছে ।’
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lay08h
August 20, 2018 at 09:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন