স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। কারণ, ক্যারিয়ারের নয়টি সোনালী মৌসুম রিয়ালের জার্সিতেই পার করেছের এই পর্তুগিজ তারকা। তবে রোনালদো বলছেন, সেই রিয়ালকে ছেড়ে জুভেন্টাসে পাড়ি দেয়াটা ছিল তার জন্য খুবই সহজ এক সিদ্ধান্ত! জুভেন্টাস টিভিকে দেয়া সাক্ষাতকারে রোনালদো জানিয়েছেন, ছোটবেলা থেকেই জুভদের বড় ভক্ত তিনি। শৈশবের সেই প্রিয় ক্লাবে আসতে রিয়ালের মত দল ছাড়তে মোটেও ভাবতে হয়নি তাকে। তিনি বলেন, দারুণ এক ক্লাব। যখন ছোট ছিলাম তখন থেকেই এই দলকে দেখেছি আর ভেবেছি আমিও একদিন এই দলে খেলব। আর আমি এখন সেই দারুণ আর বিশ্বের অন্যতম বড় ক্লাবের হয়ে খেলার জন্য প্রস্তুত। আমি দারুণ গর্বিত। রোনালদো আরও বলেন, জুভেন্টাস ইতালি তো বটেই, বিশ্বের অন্যতম বড় এবং সেরা এক ক্লাব। সুতরাং দল ছাড়ার সিদ্ধান্তটা খুবই সহজ ছিল। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/১২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MFuIf3
August 13, 2018 at 06:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন