দেশ ছাড়ার আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন মালিয়া, অভিযোগ রাহুলের

লন্ডন, ২৬ অগাস্টঃ ফের বিদেশের মাটিতে বিজেপির বিরুদ্ধে বোমা ফাটালেন রাহুল গান্ধি। দেশ ছাড়ার আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন লিকার ব্যারন বিজয় মালিয়া। এমনটাই দাবি করেছেন কংগ্রেস সভাপতি ।লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, বিদেশে যাওয়ার আগে অনেক বিজেপি নেতার সঙ্গেই দেখা করেছেন বিজয় মালিয়া। তার প্রমাণও রয়েছে। তবে কাদের সঙ্গে দেখা করেছেন মালিয়া সে বিষয়েখোলসা করে কিছু বলেননি রাহুল। নয় হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণার দায়ে অভিযুক্ত বিজয় মালিয়া এখন লন্ডনেই রয়েছেন।  মালিয়াকে দেশে ফেরানোর জন্য মামলা শুরু করেছে সিবিআই। কিন্তু সিবিআইয়ের মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিটিশ আদালতে মালিয়া জানিয়েছিলেন, ভারতীয় জেল থাকার উপযুক্ত নয়। পর্যাপ্ত আলো, বাতাস নেই। তার পালটা হিসাবে সিবিআই জানিয়েছিল,  যে সেলে বিজয় মালিয়াকে রাখা হবে সেখানে টিভি এবং ব্যক্তিগত শৌচালয়ের ব্যবস্থা থাকবে৷  সেই বিষয়টি নিয়েও কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন রাহুল। তিনি বলেন, বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসির মতো প্রতারকদের ক্ষেত্রে দেশের সরকার একটু বেশিই নরম। এর আগে বিদেশ সফরে গিয়ে বর্তমানে দলিতরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ করেছিলেন রাহুল। আরএসএস-কে মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও তুলনা করেন তিনি। যার জেরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। মামলাও দায়ের হয়েছে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BJR1z4

August 26, 2018 at 10:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top