লন্ডন, ২৬ অগাস্টঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নেই তাঁর। শনিবার লন্ডনে একটি অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল। সেখানে একজন রাহুলের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, শুধুমাত্র একটি আদর্শের লড়াই লড়ছেন তিনি।
রাহুলের মতে, ভারত এখন বিপদের মুখোমুখি। ২০১৪ সালে তিনি বিষয়টি উপলব্ধি করেন। ফলে প্রধানমন্ত্রীর কুর্সির বদলে ‘মতাদর্শগত লড়াই’ চালিয়ে যাওয়াটাই তাঁর কাছে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
প্রবাসী ভারতীয়দের মন জয়ের লক্ষ্যে জার্মানি হয়ে এখন ইংল্যান্ডে এসেছেন রাহুল। চার দিনের এই বিদেশ সফরের অঙ্গ হিসেবে এদিন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ভাষণ দেন কংগ্রেস সভাপতি।
আগামী লোকসভা নির্বাচন, ডোকলামে অচলাবস্থা থেকে তিন তালাক বিলের মত একাধিক বিষয় উঠে আসে এদিনের আলোচনা পর্বে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P5CYWe
August 26, 2018 at 12:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন