জিও-র সঙ্গে গাঁটছড়া বাঁধল এসবিআই

নয়াদিল্লি, ২ অগাস্টঃ কিছুদিন আগেই মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পথ চলা শুরু করেছে জিও পেমেন্টস ব্যংক। এবার ডিজিটাল ব্যাংকিংকে আরও মসৃণ করতে জিওর সঙ্গে গাঁটছড়া বাঁধল এসবিআই। তাদের অ্যাপ ‘এসবিইয়োনো’ এর ডিজিটাল ব্যাংকিং সংক্রান্ত ফিচার্স এবং সলিউশনগুলি এবার মাই জিও প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে। একইসঙ্গে এসবিআইয়ের নেটওয়ার্কিং বিষয়েও কাজ করবে জিও। অদূর ভবিষ্যতে ভিডিয়ো ব্যাংকিং সহ একাধিক সুবিধা আনতে চলেছে স্টেট ব্যাংক। স্টেট ব্যংকে গ্রাহকদের জন্য ছাড় দিতে পারে জিও ফোন। এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক জিওর সহ্গে স্টেট ব্যাংকের গাঁটছড়ায় উপকৃত হবেন ব্যাংকের গ্রাহকরা। আরও উন্নত মানের ব্যাংকিং পরিসেবা পাবেন তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AAwT1F

August 02, 2018 at 10:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top