কলকাতা, ১ সেপ্টেম্বরঃ ১০০ দিনের কাজ প্রকল্পে দেশের সেরা পশ্চিমবঙ্গ। এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে সেরার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার টুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ১০০ দিনের কাজ প্রকল্পে দেশের মধ্যে এক সেরা পশ্চিমবঙ্গ, একথা জানাতে পেরে আমি খুব খুশি।’ তিনি আরও লেখেন, এনিয়ে তৃতীয়বার পশ্চিমবঙ্গ এই সম্মান পেল। ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যে শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান ও কোচবিহার।
১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যে নকশালবাড়ি ব্লকের আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত সেরা নির্বাচিত হয়েছে। এই সাফল্যের জন্য রাজ্যকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জল সংরক্ষণের ক্ষেত্রেও সারা দেশে দ্বিতীয় এরাজ্য।
I am very happy to share with all of you that Bengal has again emerged No. 1 in the country for Convergence and Livelihood Augmentation under 100-Days Work Scheme, as announced by the Govt of India. My latest FB post >> https://t.co/hjA1i5PQrI
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MF4OvP
September 01, 2018 at 06:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন