ঢাকা, ৩০ সেপ্টেম্বর- পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য টি-টুয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফরম্যাটের জন্য দলে জায়গা পেয়েছেন ১৮ ক্রিকেটার। দীর্ঘদিন পর ফিরেছেন লতা মণ্ডল ও শারমিন আক্তার সুপ্তা। পাকিস্তানের বিপক্ষে চারটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে খেলবে মেয়েরা। সিরিজের প্রস্তুতি নিতে টিম টাইগ্রেস কক্সবাজারে অবস্থান করছে। সবগুলো ম্যাচই হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১ অক্টোবর সিরিজের প্রথম টি-টুয়েন্টি হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে শুরু হবে ২ অক্টোবর। ৩, ৫ ও ৬ অক্টোবর বাকি তিন ম্যাচ। একমাত্র ওয়ানডে ম্যাচটি হবে ৮ অক্টোবর। জাভেরিয়া ওয়াদুদের নেতৃত্বে পাকিস্তান নারী দল কক্সবাজার পৌঁছাবে রোববার। বাংলাদেশ দল: রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামিমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, মুর্শিদা খাতুন। এমএ/ ০২:১১/ ৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RbmyxB
September 30, 2018 at 08:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top