আবু ধাবি, ২৬ সেপ্টেম্বর- ভারতের কাছে দুই ম্যাচ হেরে পাকিস্তানিদের মনোবল তলানিতে এসে ঠেকেছে। সেখানে আফগানদের হারিয়ে দুদিনের বিশ্রাম নিয়ে বেশ তাজা দেখাচ্ছে মাশরাফিদের। আবুধাবিতে অঘোষিত ফাইনালে তাই আজ ফিটনেসের সঙ্গে স্নায়ুর লড়াইটাও হতে যাচ্ছে। গতকাল বিকেলে টিম হোটেলে মিটিংয়ে বসেছিলেন মাশরাফি। কোচ স্টিভ রোডসও ছিলেন সেখানে। টিম মিটিংয়ে আজকের একাদশে কিছু পরিবর্তন আনার পক্ষে কথা হয়েছে। ওপেনিংয়ে নাজমুল হাসান শান্ত সেভাবে কিছু করতে পারছেন না। তাই তার জায়গায় সৌম্য সরকারকে খেলানোর একটা সম্ভাবনা থাকছে। এদিন সৌম্যকে অনুশীলনে নিয়ে এসে বোলিংও করিয়েছেন কোর্টনি ওয়ালশ। কারণ আজকের ম্যাচেও দুই পেসার মাশরাফি আর মুস্তাফিজই থাকছেন, প্রয়োজনে সৌম্য কয়েক ওভার মিডিয়াম পেসটা করে যেতে পার। যদিও সৌম্যর ফর্ম এখন চোখে পড়ছে না। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে দেখায় সৌম্যর ১২৭ রানের ইনিংসটির কথা মনে আছে মাশরাফির। আজকের একাদশে এ একটি বদল হতে পারে। তবে আরেকটি খবরে সারাক্ষণ খোঁজ নিচ্ছেন মাশরাফি। সাকিবের আঙুল ফোলাটা গতকাল পর্যন্ত কমেনি। ব্যথাও ছিল বেশ। আজ সকাল পর্যন্ত তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। যদি খেলার মতো পরিস্থিতি না থাকে তাহলে মুমিনুলকে দেখা যেতে পারে সেখানে। এক নজরে দেখে নিন আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ- ১) লিটন ২) সৌম্য ৩) সাকিব/মুমিনুল ৪) মুশফিক ৫) মিথুন ৬) মাহমুদুল্লাহ ৭) ইমরুল কায়েস ৮) মিরাজ ৯) মাশরাফি ১০) অপু ১১) মোস্তাফিজ তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xR7xbs
September 26, 2018 at 04:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top