স্পেশাল ওয়ান হিসেবে ফুটবল বিশ্বে পরিচিত তিনি। কোচিং ক্যারিয়ারে ইউরোপের সেরা সবগুলো লিগেই শিরোপা জিতেছেন হোসে মরিনহো। বিশ্বের সেরা কয়েকজন কোচের নাম জানতে চাইলে প্রথম কাতারেই থাকবেন পর্তুগিজ এ কোচ। কিন্তু সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কঠিন সময় পার করছেন হোসে মরিনহো। চলতি মৌসুমে ম্যানইউর একের পর এক বাজে পারফরম্যান্সে মরিনহোকে নিয়ে সমালোচনা চলছে। এমন সমালোচকদের সঙ্গে এবার যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফরোয়ার্ড এরিক ক্যান্টোনা। এর আগে চেলসির হয়ে ইংলিশ লিগে শিরোপা জিতলেও ম্যানইউর জন্য মরিনহো ভুল কোচ বলে মনে করেন তিনি। তার বিশ্বাস রেড ডেভিলসদের জন্য মরিনহোর চেয়ে পেপ গার্দিওলাই নাকি অধিকতর যোগ্য। চলতি মৌসুমে লিগে ইতিমধ্যেই ব্রাইটন ও টটেনহামের মতো দলের বিপক্ষে হেরেছে ম্যানইউ। ইংল্যান্ডের সবচেয়ে সফল এ ক্লাবটি নিজেদের তিনটি লিগ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। তাই বর্তমান কোচের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ক্যান্টোনা। ম্যানইউর জার্সি গায়ে চারটি লিগ শিরোপা জিতেছেন সাবেক লিজেন্ড ক্যান্টোনা। চলতি মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ধুঁকতে থাকলেও, এটি শিরোপা জিতবে বলে বিশ্বাস তার। তবে বর্তমান কোচ মরিনহোর খেলার ধরন পছন্দ নয় তার। তথ্যসূত্র: বিডি২৪লাইভ এইচ/২২:১০/১০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2N4Jpwj
September 11, 2018 at 04:13AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন