নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বরঃ ভীমা-কোরেগাঁও হিংসা মামলায় পাঁচ সমাজকর্মীর গ্রেফতারিতে হস্তক্ষেপ করবে না সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুক্রবার এমনটাই জানিয়ে দিল। এমনকি অভিযুক্তদের মুক্তির আবেদনও নামঞ্জুর করে দেওয়া হয়। তাঁদের ট্রায়াল কোর্টে যেতে বলা হয়েছে। এছাড়া ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন প্রত্যাখ্যান করেছে শীর্ষ আদালত। পুনে পুলিশকে ঘটনার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গৃহবন্দীর মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NKI7qF
September 28, 2018 at 05:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন