নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বরঃ জাপানের কাছ থেকে ১৮টি বুলেট ট্রেন কেনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে খরচ পড়তে পারে প্রায় ৭ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, ভবিষ্যতে ভারতে যাতে এই বুলেট ট্রেন বানানো যায়, তার জন্য প্রযুক্তি হস্তান্তর বিষয়েও চুক্তি হতে পারে। কেন্দ্রের উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, মোদির বুলেট ট্রেনের স্বপ্ন রূপায়ণে খুব শিগগির জাপান থেকে দ্রুতগতির ১৮টি শিঙ্কানসেন ট্রেন ভারতে আসতে চলেছে। তিনি জানান, প্রতিটি জাপানি বুলেট ট্রেনে ১০টি কোরে কোচ থাকবে। গতি হবে ঘণ্টায় সাড়ে তিনশো কিলোমিটার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oI1e5E
September 06, 2018 at 03:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন