মেটেলি, ২৯ সেপ্টেম্বরঃ মেটেলির গোয়ালডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হল দেড় লক্ষ টাকার শাল কাঠ। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বনদপ্তর সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে ২০-২৫ জনের একটি দল দুটি ঠেলায় করে শাল গাছের গুড়ি নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে খরিয়ার বন্দর বিটের কর্মী ও মাল ৪৬ ব্যাটালিয়ন এসএসবি-র জওয়ানরা যৌথ অভিযান চালান। তবে বনকর্মী ও জওয়ানদের দেখে চোরেরা ঠেলা রেখে পালিয়ে যায়। রাতেই কাঠগুলো উদ্ধার করে খরিয়ার বন্দর বিট অফিসে নিয়ে আসা হয়। খরিয়ার বন্দর বিট অফিসার হরিপদ শীল বলেন, ‘উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এই ঘটনায় কাউকেই ধরা যায়নি। আগামীদিনেও এই ধরনের অভিযান চলবে বলেও জানান হরিপদবাবু।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DFOgzW
September 29, 2018 at 05:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন