সেবক,১১ সেপ্টেম্বরঃ জোড়া বিপত্তি সেবক পাহাড়ে। একদিকে পাহাড় থেকে নেমে আসা বিশাল ধস, অন্যদিকে তিস্তার গর্ভে ৩১ নম্বর জাতীয় সড়কের প্রায় দু মিটার অংশ তলিয়ে যাওয়ায় সেবক দিয়ে ডুয়ার্স- শিলিগুড়ি যান চলাচল পুরোপুরি স্তব্ধ। জাতীয় সড়ক ৯ নম্বর ডিভিশন সূত্রে জানা গিয়েছে, গত দুদিনের বৃষ্টিতে সেবক পাহাড়ের মংপং পেরিয়ে জাতীয় সড়কের একটি অংশ বসে যাচ্ছিল। মঙ্গলবার ভোরে ওই এলাকাতেই বিশাল ধস নেমে আসে।একইসঙ্গে তিস্তায় জল বেড়ে যাওয়ায় জাতীয় সড়কের ওই অংশের নীচ থেকে মাটি সরে যাওয়ায় সড়কের প্রায় দু-মিটার অংশ তিস্তার গর্ভে চলে যায়। এই পরিস্থিতিতে এদিন সকাল থেকেই এই পথে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আপাতত সব যানবাহনকে ওদলাবাড়ি- গজলডোবা দিয়ে যাতায়াত করতে হচ্ছে।সকাল থেকেই জাতীয় সড়ক ৯ নং বিভাগের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে দাঁড়িয়ে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলায় কাজ করে চলেছেন। জানা গিয়েছে, অত্যন্ত গুরুত্বপুর্ন এই সড়কের দুমিটার তিস্তায় তলিয়ে যাওয়ায় নতুন করে পাহাড়ের গা থেকে দুমিটার মাটি কেটে সড়কের প্রয়োজনীয় মাপ বজায় রাখার চেষ্টা শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় সড়ক ৯ নম্বর ডিভিশনের নির্বাহী বাস্তুকার অজয় সিং।
ছবিঃ মংপংয়ের কাছে ধসে গিয়েছে জাতীয় সড়ক।–অনুপ সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xbAEGf
September 11, 2018 at 12:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন