২০২৫-এর মধ্যে পঞ্চম পরমাণু শক্তিধর হয়ে উঠছে পাকিস্তানঃ রিপোর্ট

ওয়াশিংটন, ৬ সেপ্টেম্বরঃ আগামী ৬-৭ বছরের মধ্যেই বিশ্বের পঞ্চম বৃহৎ পরমাণু শক্তিধর দেশ হতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের হাতে এখন ১৪০ থেকে ১৫০টি পরমাণু বোমা রয়েছে। যে হারে তারা পরমাণু অস্ত্রের ভাণ্ডার বাড়াচ্ছে, তাতে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাঁড়ার বেড়ে ২২০ থেকে ২৫০-এ পৌঁছোতে পারে। আর তা সম্ভব হলে বিশ্বের পঞ্চম বৃহত্তম পরমাণু শক্তিধর রাষ্ট্র হবে পাকিস্তান। পাকিস্তানের পরমাণু 0শক্তি ২০১৮ শীর্ষক রিপোর্টে তিন মার্কিন বিশেষজ্ঞ ইমরান খানের দেশ সম্পর্কে এক প্রতিবেদনে এমনই ধারণার কথা জানিয়েছেন। প্রতিবেদনটি যাঁদের হাত দিয়ে বেরিয়েছে তাঁরা হলেন হ্যান্স ক্রিসটেনসেন, রবার্ট এস নরিস ও জুলিয়া ডায়মন্ড।
বেসরকারি উপগ্রহ মারফত পাকিস্তানের সেনাদুর্গ ও বিমানবাহিনীর ঘাঁটিগুলির ছবি থেকে প্রতিবেদকেরা সেদেশের পারমাণবিক শক্তির একটা আন্দাজ পেয়েছেন। এমনই দাবি করা হয়েছে রিপোর্টে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NkjfoI

September 06, 2018 at 08:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top