সোনা পাচারে জড়াল পুলিশের নাম

আলিপুরদুয়ার, ১৫ সেপ্টেম্বরঃ সোনা পাচারের নাম জড়াল উত্তরবঙ্গের কয়েকজন পুলিশকর্তার। এই ঘটনায় গোটা উত্তরবঙ্গের পুলিশ মহলে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার রাতে হাসিমারা পুলিশ ফাঁড়িতে হাজির হন উত্তরবঙ্গ পুলিশের আইজি আনন্দ কুমার, আলিপুরদুয়ারের এসপি সুনীল যাদব সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। অসমর্থিত সূত্রের খবর, সিআইডি এবং সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরের কয়েকজন আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই টানা জেরা করা হয় কয়েকজন পুলিশকর্তাকে। কলকাতার ভবানী ভবন থেকে হাসিমারা পুলিশ ফাঁড়িতে রাতে এসে পৌঁছান গোয়েন্দা দপ্তরের তিন কর্তা। তাঁদের একজন বলেন, ‘নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে তদন্ত করতে আমরা এসেছি। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।’

একটি সূত্রে জানা গিয়েছে, বারোবিশার এক পুলিশকর্তা সহ তিনজন পুলিশ আধিকারিক এই সোনা পাচারের ঘটনায় সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন। ওই আধিকারিকদের সঙ্গেই দুই সেনা জওয়ানের নামও রয়েছে সন্দেহভাজনদের তালিকায়।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর জয়গাঁ থেকে পাচার হয়ে এদেশে আসার পথে হাসিমারার তোর্ষা সেতু এলাকায় প্রায় ২৫ কেজি সোনা আটক হয়। সেই সোনার হিসাবে পরে গরমিল থাকায় গোপনে তদন্ত শুরু হয়। তদন্তে নেমেই পুলিশ ও সেনাকর্তারা বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন। খবর যায় রাজ্যের শীর্ষ প্রশাসনেও। সেখান থেকে সবুজ সংকেত আসার পরই ওই পুলিশকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OlpgP9

September 15, 2018 at 01:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top