ইসলামপুরে মৃত দুই ছাত্রের দেহ আগলে গ্রামবাসীরা, দাবি বিচারবিভাগীয় তদন্তের

ইসলামপুর, ২২ সেপ্টেম্বরঃ উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত দুই ছাত্রের কফিনবন্দি দেহ মাটিতে পুঁতে সিবিআইয়ের হস্তক্ষেপের দাবি করলেন গ্রামবাসীরা। শনিবার সেই আন্দোলনে যুক্ত হয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করলেন বাম প্রতিনিধি দলের সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য-রা। সুজন-অশোকের সামনেই কান্নায় ভেঙে পড়েন মৃত দুই ছাত্রের পরিবার।

বৃহস্পতিবার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন হিংসার আকার নেয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্রের। ছাত্র আন্দোলনে কারা গুলি চালিয়েছে তা নিয়ে যখন চূড়ান্ত ধন্দর মধ্যেই দাবি উঠছে সিবিআই ও বিচারবিভাগীয় তদন্তের। শনিবার সকালে সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য নিহত দুই ছাত্রের বাড়িতে যান। তাঁরা বলেন, রাজ্য প্রশাসন তদন্তের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, সেই কারণেই বিচারবিভাগীয় তদন্ত দরকার।

বাম পরিষদীয় দলনেতা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচারবিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে। আসল কালপ্রিট সামনে আসুক। এদিকে যতক্ষণ না সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ কফিনবন্দি দেহ গ্রামবাসীরা পাহারা দেবেন। মৃতদেহ দাহ করতে দেওয়া হবে না।

এদিকে, বিজেপি বাংলা বন্‌ধের ডাক দিয়েছে ২৬ সেপ্টেম্বর। একসঙ্গে আন্দোলন বিজেপি ও আরএসএসের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে তারা। তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে আরএসএস।

ইসলামপুরে পুলিশের গুলিতে নিহত মৃত ছাত্রের পরিবারের সাথে দেখা করলেন বাম প্রতিনিধিদল।

Posted by Dr. Sujan Chakraborty on Friday, September 21, 2018



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xw8BC0

September 22, 2018 at 04:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top