সুপার ফোরে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে নাটকীয়তার শেষ ছিল না। শেষ ওভারে ফলাফল নির্ধারণ হওয়া এ ম্যাচে বিভিন্ন সময় নানা রঙ বদলেছে। কিন্তু শেষ হাসিটা হেসেছে পাকিস্তানই। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে আফগানদের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে সরফরাজের দল। ম্যাচ শেষে আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান বলেন, আমি পাকিস্তান দলকে অভিনন্দন জানাই। আজকের (শুক্রবার) ম্যাচটি খুবই উত্তেজনাকর ছিল। আমি মনে করি এবারের এশিয়া কাপের এখন পর্যন্ত সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ এটি। এ সময় নিজেদের হারের জন্য বাজে ফিল্ডিংকে দায়ী করেন আফগান অধিনায়ক। তিনি বলেন, আমাদের টার্গেট ছিল ২৪০ রানের বেশি করা। ব্যাটসম্যান সেটি করেছে। কিন্তু বাজে ফিল্ডিংয়ের কারণেই মূলত আজ আমরা হেরেছি। বিশেষ করে যদি শোয়েব মালিকের ক্যাচটি (শেহজাদ) মিস না করলে ম্যাচটি আমরাই জিততাম। যদি আপনি কোনো ব্যাটসম্যানকে একবার সুযোগ দেন তবে সে আপনার জন্য আরও কঠিন হয়ে দাঁড়াবে। পাকিস্তানের ম্যাচের জয়ের কৃতিত্ব বাবর আজম ও ইমাম-উল-হককে দেব আসগর আফগান। তথ্যসূত্র: বিডি প্রতিদিন এআর/০৯:২০/২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I6udZR
September 22, 2018 at 03:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top