কলকাতা, ১৫ সেপ্টেম্বরঃ উত্তর ২৪ পরগনার টিটাগড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভিতর থেকে উদ্ধার হল সার্ভিস ম্যানেজারের ঝুলন্ত দেহ। মৃতের নাম রত্নদীপ নায়েক। জানা গিয়েছে, মাস তিনেক আগে রানিগঞ্জ থেকে ট্রান্সফার হয়ে টিটাগড়ের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সার্ভিস ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন রত্নদীপ। সেই সূত্রে টিটাগড়েই স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতেন তিনি।
মৃতের পরিবার সূত্রে খবর, কাজের চাপ থাকায় প্রতিদিনই রাত পর্যন্ত রত্নদীপকে ব্যাংকে থাকতে হত। শুক্রবার রাতেও তিনি ব্যাংকে ছিলেন। রাত গড়ালেও বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী প্রথমে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোন সুইচড অফ পান। এরপর ব্যাংকের ডেস্কে ফোন করেও যোগাযোগ করতে পারেননি। তখন ব্যাংক এসে তিনি দেখেন ব্যাংক বন্ধ। এনিয়ে নিরাপত্তারক্ষীদের প্রশ্ন করলেও তাঁরা কিছু জানাতে পারেননি। এরপর রত্নদীপের স্ত্রী বিষয়টি টিটাগড় থানায় জানান। খবর পেয়ে ব্যাংক ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছে তালা খোলেন। দেখা যায়, ব্যাংকের ভিতরে ঝুলছে রত্নদীপের দেহ। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ব্যাংক ম্যানেজার, নিরাপত্তারক্ষীসহ ব্যাংকের অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে আত্মহত্যা না খুন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xkCLHJ
September 15, 2018 at 05:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন