হরিয়ানায় গণধর্ষণের ঘটনায় গ্রেফতার এক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বরঃ হরিয়ানায় সিবিএসই টপারকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হল এক অভিযুক্ত। এই ঘটনায় ইতিমধ্যে এসআইটি (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) অভিযুক্তদের ছবি প্রকাশ করে। তাদের মধ্যে মূল অভিযুক্ত রাজস্থানে কর্মরত এক সেনাকর্মী। ঘটনার পর থেকে সে পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে প্রশাসনের তরফে দেওয়া দু’লক্ষ টাকার চেক ফেরত দিলেন নির্যাতিতার মা। তিনি জানান, শনিবার কয়েকজন আধিকারিক তাঁর বাড়িতে আসেন। তাঁরা তাঁকে দু’লক্ষ টাকার চেক ক্ষতিপূরণ হিসেবে দেন। যদিও তিনি সেই চেক ফেরত দিয়ে দেন। তিনি জানান, তাঁর কোনও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। তিনি অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চান।

প্রসঙ্গত, গত বুধবার কোচিং সেন্টারে যাওয়ার সময় ওই তরুণীকে অপহরণ করে ধর্ষণ করে তিনজন। অভিযুক্তরা সকলেই যুবতির গ্রামের বাসিন্দা। অচেতন হয়ে পড়ার আগে পর্যন্ত ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তাকে একটি বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালায় অভিযুক্তরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MAH87d

September 16, 2018 at 03:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top