নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বরঃ বোমা ফাটালেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর এবং সংসদীয় দলের কাছে ‘হাই প্রোফাইল’ প্রতারণা মামলাগুলির একটি তালিকা তিনি পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সরকার সেই তালিকা এবং সংশ্লিষ্ট প্রতারণার ঘটনাগুলির ব্যাপারে গুরুত্ব দিয়ে কোনও কাজ করেছিল কী না, সেটা তাঁর জানা নেই। এই সংসদীয় দলের শীর্ষে ছিলেন বিজেপির প্রবীণ নেতা মুরলীমনোহর জোশী।
রাজনের কথায়, ‘আমি গভর্নর থাকাকালীন জালিয়াতি নজরদারির জন্য আরবিআই বিশেষ ব্যবস্থা (মনিটরিং সেল) গ্রহণ করেছিল। এই সেলটি জালিয়াতির ঘটনা গোড়াতেই তদন্তকারী সংস্থার কাছে পাঠানোর বিষয়ে মধ্যস্থতা করত। এছাড়া আমি নিজে প্রধানমন্ত্রীর দফতরে বড় জালিয়াতির ঘটনাগুলির তালিকা পাঠিয়েছিলাম। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানা নেই…এই ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল’। এর পাশাপাশি তিনি মনে করেন, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলিতে জালিয়াতির আকার ক্রমশ বড় হচ্ছে, তবে তা সামগ্রিক নন পারফর্মিং অ্যাসেট (এনপিএ)-এর তুলনায় অনেকটাই কম।
রাজন বলেছেন, ২০০৬-০৭ সাল থেকেই ‘বদ ঋণ’ সংস্কৃতির সূচনা হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক বৃদ্ধি দৃঢ় ছিল এবং পরিকাঠামো প্রকল্পগুলি নির্দিষ্ট সময় ও বাজেটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল বলেও উল্লেখ করেছেন তিনি। ২০০৬-০৭ সালে কেন্দ্রে ক্ষমতায় ছিল মনমোহন সিং-এর নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকার। ফলে, এর দায় কংগ্রেসের উপরও বর্তায়।
নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়াদের নাম না করলেও রঘুরাম রাজনের ইঙ্গিত সেদিকেই বলে অনেকে মনে করছেন। রাজন আরও বলেন, ‘একজনকেও গ্রেফতার করা হয়নি। দোষীরা ভয় পাবে কেন? এটা যে শুধু হতাশাজনক, তাই নয়, দুর্ভাগ্যজনকও বটে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N3ZwKO
September 11, 2018 at 09:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.