মুম্বাই, ০২ সেপ্টেম্বর- কঙ্গনা রানাওয়াত। বলিউডের এ অভিনেত্রী একের পর এক বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় থাকেন। কঙ্গনার পরবর্তী সিনেমা মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। সিনেমাটি ঘিরে এবার তৈরি হয়েছে নতুন জটিলতা। সিনেমাটির শুটিং করেও শেষ পর্যন্ত এটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। আর এ জন্য কঙ্গনাকে দায়ী করেছেন এ অভিনেতা। মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি। কিন্তু পরিচালক কৃষ অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় বাকি অংশের কাজ কঙ্গনার তত্বাবধানে শেষ করছেন সিনেমার টিম। তবে এ কাজের জন্য কঙ্গনা ততটা দক্ষ নয় জানিয়ে শুটিং করতে অস্বীকার করেছেন সোনু। তবে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, গত বছর কৃষের (পরিচালক) সঙ্গে শুটিংয়ের পর সোনু ও আমার দেখা হয়নি। সে সিম্বা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে সে কোনো শিডিউল দেয়নি। প্রযোজক তাকে সিনেমাটি দেখিয়েছে এবং লেখক তাকে প্যাচ ওয়ার্কের ব্যাপারে বর্ণনা করেছে। সে আমার সঙ্গে দেখা করেননি। সে নারী পরিচালকের তত্ত্বাবধানে কাজ করতে চায় না, এটা আমাকে অবাক করেছে কারণ সোনু আমার ভালো বন্ধু। সিনেমার টিম আমার ওপর পূর্ণ বিশ্বাস রেখেছে কিন্তু সম্ভবত সোনুর শিডিউল ও আমার প্রতি বিশ্বাস কোনোটিই নেই। তিনি আরো বলেন, শেষ যখন আমার সঙ্গে তার কথা হয় সে আমাকে অন্য কাউকে নিয়ে কাজ চালিয়ে যেতে বলে। যখন আমি জীশান আয়ুবকে চিত্রনাট্য শুনিয়েছি, তখন সোনু স্টুডিওতে ফোন করে তার শিডিউল দিয়েছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কারণ জীশান সেপ্টেম্বরে শিডিউল দিয়ে দিয়েছে। এখন শুনছি তার সঙ্গে আমার দ্বন্দ্ব। যখন তার সঙ্গে আমার দেখাই হয়নি, আমার পরিচালনায় কাজই করেনি, তখন তার সঙ্গে দ্বন্দ্ব হলো কীভাবে? পুনরায় শুটিং প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, নতুন ডিওপি এবং এডিটর সোনুর আগের শুটিং করা কোনো অংশই রাখতে চাই না কারণ তার চুল স্পাইক করা ও জেল দেয়া ছিল। এর চেয়ে নতুন একজনকে নেয়া ভালো। সোনু কুস্তির একটি দৃশ্য নিজে লেখেছিল, যা আগে চিত্রনাট্যে ছিল না। পরিচালক ও সে বেশ কিছু দৃশ্য শুটিং করেছে যা চিত্রনাট্যে ছিল না, লেখক সেগুলো বাদ দিয়েছেন। সোনু প্রযোজককে অনুরোধ করেছিল কুস্তি দৃশ্যটি রাখতে কারণ সে চার মাস ধরে এজন্য শরীর তৈরি করেছিল। এদিকে নারী পরিচালকের তত্বাবধানে কাজ করতে রাজি নন, কঙ্গনার এমন অভিযোগ শুনে ভীষণ চটেছেন সোনু। এ প্রসঙ্গে তিনি বলেন, পরিচালক নারী বা পুরুষ তা বিষয় নয়। দক্ষতা মূল বিষয়। আমি ফারাহ খানের পরিচালনায় কাজ করেছি এবং সে একজন দক্ষ পরিচালক। আমাদের দুজনের পেশাগত সম্পর্কও খুব ভালো এবং বন্ধুত্বপূর্ণ। আমি এটুকুই বলতে চাই। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। এতে কঙ্গনা ও সোনু সুদ ছাড়াও অভিনয় করছেন- অতুল কুলকার্নি, অঙ্কিতা লোখান্ডে প্রমুখ। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q2rgNI
September 02, 2018 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top