খেলরত্ন পেলেন বিরাট ও মিরাবাঈ

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বরঃ রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারে সম্মানিত হলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ভারোত্তোলক মীরাবাঈ চানু। রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার নিলেন তাঁরা। প্রতিবছর দেশের সেরা ক্রীড়াবিদদের এই পুরস্কার দেওয়া হয়।

শচীন তেন্ডুলকর (‌১৯৯৭)‌ এবং মহেন্দ্র সিং ধোনির পরে কোহলিই দেশের তৃতীয় ক্রিকেটার, যিনি রাজীব খেলরত্ন পেলেন। এর আগেও তিনবার বিরাট কোহলির নাম প্রস্তাব করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এছাড়া কমনওয়েলত গেমস ও এবছর এশিয়ান গেমসে স্বর্ণপদক পাওয়া তারকা খেলোয়াড় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্প্রিন্টার হিমা দাস অর্জুন পুরস্কার পান। এবছর ২০ জন খেলোয়াড় এই পুরস্কার পেয়েছেন।

এই অনুষ্ঠানটি প্রতিবছর ২৯ অগাস্ট হকি লেজেন্ড ধ্যানচাঁদকে সম্মান জানাতে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবছর এশিয়ান গেমস থাকায় এই অনুষ্ঠান পিছিয়ে ২৫ সেপ্টেম্বরে স্থির করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N4bJKF

September 25, 2018 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top