মুম্বাই, ১৭ সেপ্টেম্বর- বলিউড আর রাজনীতি যেন মুদ্রার এপিট ওপিঠ। অনেক বাঘা বাঘা বলিউড সেলিব্রেটি সে দেশের রাজনীতির মাঠে সদর্পে বিচরণ করছে। সে পথেই কী নাম লেখাতে যাচ্ছেন বলিউড পারফেক্টশনিস্ট আমির খান? উত্তরে সরাসরি জানিয়ে দিলেন না। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে এমনটাই জানালেন এই জনপ্রিয় বলিউড অভিনেতা। তবে ভারতের রাজনীতি সম্পর্কে ভালোই জ্ঞান রাখেন আমির খান এ কথা সবার জানা। এ ছাড়াও নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত তিনি। সামাজিক অনাচার, সাম্প্রদায়িকতা ও ধর্ষণের মতো ইস্যুতে বরাবরই মুখ খুলতে দেখা গেছে তাকে। পানি বন্টন নিয়ে সরকারের সমালোচনা করেছেন আমির। সামাজিক সচেতনায়ও কাজ করছেন তিনি। ২০১৬ সালের দিকে সত্যে মে ও জয়তে নামক এক অনুষ্ঠান সঞ্চালনা করে ভারতে নাগরিক অধিকার নিয়েও লড়েছেন আমির। সে সময় আমির এবং তার স্ত্রী কিরণ রাও মিলে ওয়াটার ফাউন্ডেশন তৈরি করেন। প্রথমে মহারাষ্ট্রের ৩টি স্থানকে ক্ষরামুক্ত করতে কাজ করে এই স্বেচ্ছাসেবী সংস্থা। পরবর্তীকালে প্রায় ৭০টি স্থানে প্রায় ছয় হাজার গ্রাম এই সুবিধা পায়। তবে এতো কিছুর পরেও কোনো দিনই রাজনীতিতে জড়াতে চান না বলে জানান আমির খান। নিজের জনপ্রিয়তা ব্যবহার করে কেন সক্রিয়ভাবে রাজনীতি করবেন না তিনি সে ব্যাপারে আমির বলেন, আমি রাজনীতিকে ভয় পাই। তাই এটা থেকে দূরে থাকি। অভিনেতা হিসেবেই ভালো আছেন জানিয়ে তিনি জানান, আমি যেভাবে শিল্পী হয়ে উঠতে পেরেছি, ততটা রাজনীতিক হওয়ার ক্ষমতা আমার নেই। তিনি অনেকটা যুক্তি দেখিয়ে বলেন, আমি একজন শিল্পী মানুষ। মানুষের হৃদয়ের সঙ্গে মিশে যেতে পারি। নেতা হলে এ কাজটা হয়ত করতে পারব না আমি। তবে রাজনীতিকে ভয় পেলেও সরকারের সমলোচনা করতে পিছপা হবেন না বলে জানান আমির খান। পাশাপাশি সামজিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখবেন বলেন এ বলিউড পারফেক্টশনিস্ট। তথ্যসূত্র: যুগান্তর একে/০৭:৪০/১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pfNZtg
September 18, 2018 at 01:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top