রাহুল গান্ধিকে নর্দমার কীট বলে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

পাটনা, ১ সেপ্টেম্বরঃ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নর্দমার কীট বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি আরও দাবি করেন, রাহুল স্কিৎজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। বিহারের বক্সারে নিজের লোকসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে তুলনা করতে গিয়ে অশ্বিনী কুমার চৌবে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে আকাশের সমান, সেখানে রাহুল গান্ধি নর্দমার কীট।’ রাফাল বিমান চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করা নিয়েও তিনি রাহুলের উদ্দেশ্যে বলেন, ‘রাহুল নিজেকে মহান, পারফেক্ট ও বুদ্ধিমান মনে করেন। রাহুলের দাবি রাফাল চু্ক্তি নিয়ে মোদি মিথ্যা কথা বলেছেন। রাহুলের মানসিক চিকিৎসা করানো উচিত।’

এছাড়া কংগ্রেসকে ‘দুর্নীতির মাতা’ বলেও কটাক্ষ করেন। ‘মহাগঠবন্ধন’-কে কটাক্ষ করে ‘মহা-ঠগ-বন্ধন’ বলেন। এছাড়া আগামী নির্বাচনে ফের নামোকে ক্ষমতায় আনার কথাও বলেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NC2D8M

September 01, 2018 at 10:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top