বিশ্বনাথে সেন্টার কমিটি গঠনের লক্ষ্যে আ’লীগের পৃথক কর্মীসভা

21-1বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অতীতের ন্যায় এবারও সারা দেশে নৌকার বিজয়ে বাড়বে উন্নয়ন, কমবে দূর্নীতি। তাই সিলেট-২ আসনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনী আসনের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বাস্তবায়নকৃত উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে, প্রত্যেক ব্যক্তির কাছে নৌকা প্রতিকে ভোট চাইতে হবে। নৌকার বিজয়ে জাতির জনকের শেখ হাসিনা পুনঃরায় প্রধানমন্ত্রী হবে। আর এতে অব্যাহত থাকবে দেশের উন্নয়নেরধারা।

তিনি মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথে নৌকার পক্ষে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ সেন্টারের ও ৫নং ওয়ার্ডের জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারের ‘সেন্টার কমিটি’ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত পৃথক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শানুর আলী ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইজার আলীর সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিচালনায় অনুষ্ঠিত পৃথক কর্মীসভাগুলোতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক আবুল কালাম আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, সেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফজর আহমদ, রফিক আলী।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শানুর আহমদ জয়দু ও উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি হাজী আওলাদ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস ছালাম।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হিরণ মিয়া, সমছু মিয়া, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, রফিক হাসান মেম্বার, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সুনু মিয়া, আবদুস সোবহান, আওয়ামী লীগ নেতা শেখ মনির মিয়া, আবদুল হালিম শিকদার, রফিক মিয়া মহাজন, ইলিয়াস মিয়া তালুকদার, আয়ুব আলী বারী, মাসুক মিয়া, আবদুর রুপ, কবির মিয়া, আয়ুব আলী, তৈমুছ আলী, হারুন মিয়া, আমির আলী, শেখ হেলাল, নিম্বর আলী, শফিক মিয়া, মজই মিয়া, হাফিজুর রহমান, আনোয়ার মিয়া, শেখ এনাম, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, সাংগঠনিক সম্পাদক আরান দেব, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, যুবলীগ নেতা আবদুল হক, জাবেদ আহমদ, দবির মিয়া, মুহিবুর রহমান সুইট, ফুলকাছ মিয়া, ফজলুর রহমান শিপন, এমদাদ হোসেন নাঈম, রিপন আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা শেখ সালা উদ্দিন, সিরাজুল ইসলাম রুকন, টিটু দাশ, আশরাফ আহমদ, জাকির হোসেন, আবিদুর রহমান, জুয়েল আহমদ, আবদুস সামাদ প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2LW7Mqx

September 05, 2018 at 11:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top