দুবাই, ১৯ সেপ্টেম্বরঃ বহু আলোচিত অগস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার চুক্তির মিডলম্যান খ্রিস্টান মিশেলকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল দুবাইয়ের এক আদালত। জানা গিয়েছে, ২০১৭-এর ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহী কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে। এর পরে মিশেলকে দেশে ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল সিবিআই। অভিযুক্তের আইনজীবী আদালতে অভিযোগ করেছিলেন, তাঁর মক্কেলের ওপর তদন্তকারী সংস্থা চাপ সৃষ্টি করছে। যদিও সিবিআই প্রথম থেকেই সমস্ত অভিযোগ খারিজ করে আসছে। উল্লেখ্য, ভারত সরকারের থেকে ১২টি ভিভিআইপি চপারের বরাত নিশ্চিত করতে অ্যাংলো-ইতালিয়ান সংস্থা অগস্টা ওয়েস্টল্যান্ড খ্রিস্টান মিশেলকে মিডলম্যান হিসেবে ব্যবহার করেছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, এইকাজের জন্য তিনি অগস্টা ওয়েস্টল্যান্ডের থেকে ৩৫০ কোটি টাকা পেয়েছিলেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2D8FZUE
September 19, 2018 at 02:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন