নর্থ ক্যারোলিনা, ১৬ সেপ্টেম্বর ঃ হারিকেন ফ্লোরেন্স-এর দাপটে ক্রমশ ক্ষয়ক্ষতি বাড়ছে আমেরিকায়। নর্থ ও সাউথ ক্যারোলিনায় এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ঝড়-বৃষ্টিতে মৃত্যু হয়েছে আটজনের। নর্থ ক্যারোলিনার উইলমিংটনে ঝড়ে গাছ পড়ে শিশু সহ এক মহিলার মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই দুই স্টেটে এখনও পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। ক্রমশ বাড়ছে নদীগুলির জল। ফলে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝড়ের প্রকোপে বেশিরভাগ এলাকাই বিদ্যুত্হীন। নর্থ ক্যারোলিনায় প্রায় ৭ লক্ষ ও সাউথ ক্যারোলিনায় কমপক্ষে ১২ লক্ষ বাড়িতে বিদ্যুত্ নেই। ঝড়ের সময় বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার টুইট করে জানিয়েছেন, আরও কয়েকদিন ঝড়ের এই তাণ্ডব চলবে। সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ংকর ঘূর্ণিঝড় বলে চিহ্নিত করা হয়েছে হারিকেন ফ্লোরেন্সকে৷ একে ‘ক্যাটাগরি-৫’ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে মার্কিন আবহাওয়া দপ্তর৷ যদিও হারিকেন ফ্লোরেন্সের লড়াই করার ক্ষমতা তাঁদের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NKV5nt
September 16, 2018 at 12:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন