আবুধাবি, ২৩ সেপ্টেম্বর- আগের তিন ম্যাচের ধারাবাহিকতা যেন বজায় থাকলো আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও। টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে গেছেন দুই ব্যাটসম্যান। টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত, রান পাননি মোহাম্মদ মিঠুনও। পরপর দুই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেছেন এ দুজন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ১৮ রান। তৃতীয় উইকেটে খেলছেন লিটন কুমার দাশ ও মুশফিকুর রহিম। আগের তিন ম্যাচের ব্যর্থতা মাথায় রেখে এ ম্যাচে ধীরে সুস্থে শুরু করেন লিটন ও শান্ত। কিন্তু বেশিক্ষণ ধৈর্য্য ধরতে রাখতে পারেননি শান্ত। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে আফতাব আলমের বোলিংয়ে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন রহমত শাহর হাতে। ফেরেন ব্যক্তিগত ৬ রানে। পরের ওভারেই সাজঘরে ফেরেন প্রমোশন পেয়ে তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুনও। মুজিব উর রহমানের ভেতরে ঢোকা বলে বেশ দেরি করে খেলতে গিয়ে ধরা পড়েন লেগ বিফোরের ফাঁদে। তার ব্যাট থেকে আসে মাত্র এক রান। তথ্যসূত্র: জাগোনিউজ একে/০৬:১৮/২৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QRds99
September 24, 2018 at 12:18AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন