কলকাতা, ১৫ সেপ্টেম্বর- এ বছর মহররমের দিনে অস্ত্র প্রদর্শন না করার অাহ্বান জানিয়েছেন কলকাতার ইমামরা। তারা বলছেন, মহররমের নামে অস্ত্র প্রদর্শন ইসলাম বিরোধী। আর তাই এবার ওই দিনে রাস্তায় অস্ত্র নিয়ে বের না হতে আহ্বান করেছেন তারা। এই ধরনের প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন একাধিক ইমাম। এদিকে হিন্দুস্তান টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও ইতিমধ্যেই মুসলিমদের অস্ত্র প্রদর্শনের এই রীতি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস এমপি ইদ্রিশ আলি জানিয়েছেন, আমরা বিভিন্ন ইমামদের কাছে গিয়ে আবেদন জানিয়েছি, মহররমে এমন কিছু না করা হয় যাতে অন্যান্য ধর্মের ভাবাবেগে আঘাত করে। তিনি আরও বলেন, এই রীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি, এই ইস্যুকে বিজেপি হাতিয়ার করে বলেও এই রীতি থেকে বিরত থাকার কথা বলেন তিনি। অন্যদিকে, তৃণমূলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। যে ইস্যু নিয়ে বারবার রাজ্যের দুই রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এই ইস্যুতেই এবার দিলীপ ঘোষ বললেন, এই সিদ্ধান্ত আমাদের নৈতিক জয়। অন্যদিকে কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসমি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, মহররম আমাদের শোকের মাস। মিছিলে কেউ দয়া করে লাঠি বা তলোয়ার ব্যবহার করবেন না। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাম্প্রদায়িক দলগুলি বিষয়টিকে ইস্যু বানাতে পারে, এমন কোনো কাজ করবেন না। আসানসোলের ইমাম মাওলানা ইমদাদুল রশিদি মহররমে অস্ত্র প্রদর্শনকে অ-ইসলামিক বলে উল্লেখ করেছেন। এর আগে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষে নিজের ছেলের মৃত্যু হলেও শান্তির বার্তা দিয়েছিলেন ইমাম রশিদি। মহররম ইস্যুতে বারবার বিতর্ক তৈরি হয় পশ্চিমবঙ্গে। দুর্গা পূজার বিসর্জনের কাছাকাছি সময় মুসলিমদের এই মহররম পালন ঘিরে অস্ত্র প্রদর্শনে বিতর্ক হতে দেখা যায়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এব্যাপারে সতর্ক করেছেন। ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে মহররম কমিটির সঙ্গে পূজা কমিটিগুলির মধ্যে গোলমাল বাধানোর চক্রান্ত করা হয়েছিল। গত দুবছর ধরেই মহাদশমীর পরদিনই পড়ে মহরম৷ তাই এ নিয়ে বিতর্ক হয়েছিল কলকাতায়। রাজ্য সরকার মহররমের জন্য দশমীর বিসর্জনে বিধিনিষেধ দিয়েছিল যা আদালত পর্যন্ত গড়িয়েছিল। পরে কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল রাজ্যের সেই আবেদন৷ তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Op78Uu
September 15, 2018 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top