যাত্রী পরিবহণে ভারতের দরকার ৩০ লক্ষ বাস, রয়েছে ৩ লক্ষের কম

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বরঃ সড়ক পরিবহণে ইউরোপ-আমেরিকা দূরে থাক, প্রতিবেশী চিনের চেয়ে অনেক পিছিয়ে ভারত। সম্প্রতি এক সরকারি পরিসংখ্যান থেকে একথা জানা গিয়েছে। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, ভারতে ১২০ কোটির বেশি মানুষের জন্য প্রায় ১৯ লক্ষ বাস রয়েছে। কিন্তু তার মধ্যে রাস্তায় নামার উপযোগী মাত্র ২ লক্ষ ৮০ হাজার। অথচ নাগরিকদের পরিসেবা দিতে হলে অন্তত ৩০ লক্ষ বাসের প্রয়োজন। শুক্রবারই দেশের যাত্রী পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সড়ক পরিবহণে ভারত যে এখনও অনেকটাই পিছিয়ে তা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানিয়েছেন, চিনে যেখানে ১ হাজার মানুষের জন্য একটি বাস রয়েছএ, সেখানে ভারতে প্রতি ১০ হাজার মানুষকে একটি বাসের মাধ্যমে পরিসেবা দেওয়া হচ্ছে। অথচ ৯০ শতাংশ ভারতীয়র এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মতো গাড়ি নেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wTqqdq

September 08, 2018 at 10:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top