নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বরঃ ফের আর্থিক প্রতারণার অভিযোগ উঠল হায়দরাবাদের একটি টেলিকম সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা এবং তার মালিকের বিরুদ্ধে। ওই সংস্থা এবং তার মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি)-র অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে সিবিআই। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক থেকে প্রায় ১৭০০ কোটি টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।
সূত্রের খবর, হায়দরাবাদে সংস্থার অধিকর্তার বাড়ি এবং অফিস সহ তিন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। সংস্থার অধিকর্তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ করা হয়েছে।
এমনিতেই নীরব মোদি এবং মেহুল চোকসির প্রতারণার জেরে সাড়ে ১৩ হাজার কোটির আর্থিক দেনায় ডুবে রয়েছে পিএনবি। এর উপর টেলিকম সরঞ্জাম উৎপাদনকারী সংস্থার প্রতারণায় আরও ফাঁপড়ে পড়ল এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N88CBc
September 28, 2018 at 01:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন