সিলেট, ১৫ সেপ্টেম্বর- কলকাতার অভিনেতা আদৃত ও বাংলাদেশের অভিনেত্রী পূজা চেরী অভিনীত নূরজাহান ছবিটি এর আগে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়। এই জুটিকে নিয়ে নির্মিত হচ্ছে ভারতীয় সিনেমা প্রেম আমার টু। বাংলাদেশে চলছিল ছবিটির শুটিং। গেল শুক্রবার সিলেটের এমসি কলেজে ছবিটির শুটিং করছিলেন কলকাতার পরিচালক বিদুলা ভট্টাচার্য। শুটিংয়ের সময় সেখানকার প্রশাসন তাদের কাগজপত্র চেক করে শুটিংয়ের জন্য ভারতীয় শিল্পীর অনুমতিপত্র না থাকার কারণে শুটিং বন্ধ করে দিয়েছে। নগরীর শাহপরান থানা সূত্রে এমন তথ্য জানা যায়। এ ব্যাপারে নগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, প্রেম আমার- ২ ছবির ভারতীয় কলাকুশলীদের বাংলাদেশে কাজ করার ছাড়পত্র নেই। তারা এলসি ইস্যু করেননি। তাই শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে আসতে বলা হয়েছে তাদের। এ ছবি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তীর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মাণ হচ্ছে বলে জানা যায়। জাজের অন্যতম কর্ণধার আব্দুল আজিজ এ ঘটনা সম্পর্কে বলেন, কেন শুটিং হঠাৎ বন্ধ করলো তা খোঁজ নেয়া হচ্ছে। আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে নেয়া শুটিংয়ের অনুমতিপত্র ছিল। তার পরও কেন শুটিং বন্ধ করা হয়েছে আমি বুঝছি না। এদিকে, পুনরায় শুটিং শুরু করতে প্রশাসনের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন আব্দুল আজিজ। তথ্যসূত্র: জাগোনিউজ একে/০৯:৪৫/১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2p9Yw9t
September 16, 2018 at 03:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top