নিমের ভক্তরা নেইমারের কান্না নিয়ে রসিকতা করতে পারেন, তবে শনিবারের ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকার ভালোবাসার নিদর্শনে তাদের মনেই হয়তো ছড়িয়েছে মুগ্ধতা। খেলা শেষে ক্ষুদে এক ভক্তকে জড়িয়ে ধরা ও জার্সি উপহার দেয়ার দৃশ্যে নেইমার এখন অন্য আলোচনায়। ফরাসি লিগ ওয়ানে নিমের বিপক্ষে পিএসজি জিতেছে ৪-২ গোলে, যেখানে একবার লক্ষ্যভেদ করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। ওই ম্যাচ শেষে এক ক্ষুদে ভক্তকে জার্সি উপহার দেয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল। গ্যালারি থেকে বেরিয়ে আসা ছোট্ট এক ভক্তকে জড়িয়ে ধরে নিজের জার্সি উপহার দিয়েছেন নেইমার। শেষ বাঁশি বাজার পর নেইমার হেঁটে টানেলের দিকে যাচ্ছিলেন। সেই মুহূর্তে মাঠের পাশে বিজ্ঞাপনী বোর্ড টপকে ঢুকে পড়ে এক শিশু। স্বপ্নের তারকাকে সামনে পেয়ে জড়িয়ে ধরে সে। নেইমারও মাথা নিচু করে ক্ষুদে ভক্তকে জড়িয়ে ধরেন। ব্রাজিলিয়ান তারকার প্রতি তার এতটাই ভালোবাসা যে ছাড়তেই চাইছিল না! খানিক পর নেইমার নিজের জার্সি খুলে এগিয়ে দেন তার দিকে। ওই সময় ক্ষুদে ভক্ত ফুঁপিয়ে কাঁদছিল, নেইমারের জার্সি পেয়ে আনন্দের কান্না যেন আরও বেড়ে যায় তার। জার্সি হাতে পেয়ে আবারও জড়িয়ে ধরে সে নেইমারকে। ছোট্ট ভক্তের প্রতি নেইমারের ভালোবাসার শেষ এখানেই নয়। সঙ্গে করে এগিয়ে নিয়ে বিজ্ঞাপনী বোর্ড পার করে দেন তিনি কোলে তুলে। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের জার্সি গায়ে থাকা শিশুটির নাম জানা গেছে পরে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার নাম জাকারিয়া। প্রিয় তারকার কাছ থেকে পাওয়া ভালোবাসার অনুভূতি ভাগাভাগি করেছে সে ইনস্টাগ্রামে। নেইমারের দেয়া জার্সি হাতে ধরে জাকারিয়া লিখেছে, নেইমার, তোমাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমার জার্সির জন্য। সারা জীবন মনে থাকবে আমার। তথ্যসূত্র: যুগান্তর এইচ/২১:৫৯/০৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2oK0IUZ
September 06, 2018 at 03:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top