কলকাতা, ১৪ সেপ্টেম্বরঃ মাঝের হাট ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অবিলম্বে শুরু হবে মাঝেরহাট ব্রিজ ভাঙার কাজ। এক বছরের মধ্যেই তৈরি হবে নতুন ব্রিজ। নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পেছনে পূর্ত দপ্তরের গাফিলতি সামনে এল। এমনই রিপোর্ট রাজ্য সরকারকে পেশ করে জানালেন মুখ্য সচিব। দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট শুক্রবার রিপোর্ট জমা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে।
নিজের রিপোর্টে মুখ্যসচিব পরিষ্কার জানিয়েছেন, ওই ব্রিজ ভেঙে ফেলা ছাড়া আর কোনও উপায় নেই।
মুখ্যসচিব আরও জানিয়েছেন, পুরো ঘটনাটি ঘটেছে পূর্ত দফতরের গাফিলতির জন্য। অবে অবশ্য মেট্রো রেলেরও কিছু দায় রয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ব্রিজটি ৫৪ বছরের পুরনো। ২০১৬ সাল থেকেই মাঝেরহাট ব্রিজে ত্রুটি নজরে আসে। তবে পূর্ত দফতরের গাফিলতিতেই সেই ত্রুটি মেরামত করা হয়নি। রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের ছিল। মুখ্যমন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই পূর্ত দফতরের অভিযুক্ত অফিসারদের চিহ্নিত করা হয়েছে। অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরিতে সাময়িকভাবে বেহালা, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলির মানুষদের বেশ কিছুটা অসুবিধা হবে।অসুবিধা এড়াতে অন্য কোনও রাস্তা দিয়ে যাতায়াত করা যায় কিনা, তা সার্ভে করে দেখা হচ্ছে। নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে রেলের সঙ্গেও। পাশাপাশি, যে দুটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, সেগুলির কাজ যত দ্রুত সম্ভব শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
১৬ থেকে ২৮ সেপ্টেম্বর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শহরে থাকছেন না মুখ্যসচিবও। তাই তার পরই শুরু হবে ব্রিজ ভাঙার কাজ। কোনও পেশাদারী সংস্থাকে দিয়েই ব্রিজটি ভাঙা হবে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MuN0Pd
September 14, 2018 at 07:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন