লেবাননে সড়ক দূর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যু

Untitled-1

বাবু সাহা, লেবাননঃ লেবাননের আনতুরা এলাকায় সড়ক দূর্ঘটনায় মোঃ শাহআলম(২৬) নামে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছে।গত ১৩ সেপ্টেম্বর বৃহষ্পতিবার এই দূর্ঘটনা সংঘটিত হয়।বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

লেবাননে বসবাসরত নিহত মোঃ শাহআলম এর ভাই জানায়, শাহআলম ও তার বন্ধু আরিফ কাজ শেষে স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিলেন।আরিফ তার বন্ধু শাহআলমকে পিছনে বসিয়ে নিজে মটর সাইকেলটি চালাচ্ছিলেন।আনতুরা নামক স্থানে আসলে একটি প্রাইভেট কার পিছন দিক থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।আহত অবস্থায় স্থানীয় পুলিশ দু’জনকে উদ্ধার করে লেবাননের জুনি এলাকায় “সাইদিত লেবনন” নামক হাসপাতালে ভর্তি করে।অবশেষে শাহআলম হাসপাতালে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায়  ১৭ সেপ্টেম্বর সোমবার  ভোর ৫ ঘটিকায় না ফেরার দেশে চলে যায়।আরিফ নামে অপর প্রবাসী বাংলাদেশি এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, মাথায় ও বুকে আঘাত জনিত কারনে শাহআলমের মৃত্যু হয়েছে এবং তার বন্ধু আরিফের অবস্থা এখনো শংকামুক্ত নয়।

নিহত মোঃ শাহআলম এর বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামে।গত তিন বছর আগে পরিবারের সুখ শান্তি আর উজ্জল ভবিষ্যতের আশায়  শাহআলম লেবাননে আসে।সে এখানে অবৈধ ছিল।তার বাবার নাম আব্দুর রউফ ও মাতার নাম হোসনেআরা বেগম।তারা তিন ভাই ও তিন বোন।সে বিবাহিত।বাংলাদেশে শাহআলমের স্ত্রী সহ ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।এদিকে শাহ্আলমের মৃত্যুর খবর বাংলাদেশে নিজ এলাকা সহ পরিবারের কাছে পৌঁছলে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এদিকে তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীরা গভীর ভাবে শোকাহত।নিহত আব্দুর রহমান এর স্ত্রী বাংলাদেশ থেকে প্রেরিত এক ভিডিও বার্তার মাধ্যমে বৈরুত দূতাবাসের কাছে আকূল আবেদন জানিয়েছেন, যেন লাশ অতি দ্রুত বাংলাদেশে পরিবারের কাছে ফেরৎ পাঠানোর ব্যবস্থা করা হয়।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2NUTN9u

September 18, 2018 at 02:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top