ঢাকা, ২৮ সেপ্টেম্বর- খেলার ইচ্ছা ছিল না মোটেই। চেয়েছিলেন আঙ্গুলের অস্ত্রোপচার করে নিবেন। কিন্তু দেশের কথা মাথায় রেখে দুবাই উড়ে যান এশিয়া কাপ খেলতে। আসরের প্রথম চারটি ম্যাচও খেলেন। তবে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটি আর খেলা হয়নি তার। আঙ্গুলের ব্যথাটি মারাত্মকভাবে বেড়ে যাওয়া দুবাই ছেড়ে ঢাকা চলে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কী অবস্থা সেই হাতের? সাকিব নিজেই জানালেন তার ফেসবুক পেইজে। সাকিব লিখেছেন, হাতের ব্যাথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে। দেশে আসার পর প্রচন্ড ব্যাথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইঞ্জেকশনের ফলে ৬০-৭০ সে মি পুঁজ বের করতে হয়েছে। তিনি বলেন, আপনাদের দোয়াই খুব অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রতই আরও একটি সার্জারি করাতে হবে। আপনারা সকলের দোয়া প্রার্থনা করছি। আপনারদোর দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। চলতি বছরের ২৭ জানুয়ারি মিরপুরে তিন জাতির টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বোলিং আঙ্গুলে ব্যথা পান সাকিব। ইনিংসের ৪২ নম্বর ওভারে ফিল্ডিংয়ের সময় যে ব্যথা পেয়েছিলেন, সেটা নিয়েই তিনি বেশ কতগুলো ওয়ানডে খেলেন। ব্যথা নিয়ে সফর করেন ওয়েষ্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতে ফিরেও আসেন দেশে। দেশে ফিরেই আঙ্গুলের অস্ত্রোপচার করতে চেয়েছিলেন। কিন্তু এশিয়া কাপের বিবেচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুরোধ করেন টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করতে। বিসিবি সভাপতির অনুরোধে দলের সঙ্গে চলে যান দুবাই। প্রথম চারটি ম্যাচও খেলেন। এমএ/ ০৩:৩৩/ ২৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xMZEEF
September 28, 2018 at 09:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন