আবু ধাবি, ১৭ সেপ্টেম্বর- এশিয়া কাপের ১৪তম আসরের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এবার টুর্নামেন্টে টিকে থাকতে জয় ছাড়া আর কোনো পথ নেই লঙ্কানদের। সোমবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবিতে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে লঙ্কানদের সামনে ২৫০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আফগানরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ইসানুল্লাহ জানাত। দুজন মিলে জুটি গড়েন ৫৭ রানের। এরপর আকিলা ধনাঞ্জয়ার বলে এলবির শিকার হয়ে ফিরে যান ৩৪ রান করা শাহজাদ। দ্বিতীয় উইকেটে ইসানুল্লাহর সঙ্গে যোগ দেন রহমত শাহ। দুজনের জুটি থেকে আসে ৫০ রান। এরপর ৪৫ রান করা ইসানুল্লাহকে এলবি ডব্লিউতে ফেরান ধনাঞ্জয়া। তৃতীয় উইকেটে নেমে মাত্র ১ রান করে শেহান জয়াসুরিয়ার বলে এলবির শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক আসগর আফগান। এরপর ব্যাটিংয়ে নেমে রহমত শাহর সঙ্গে জুটি গড়েন হাশমতউল্লাহ শাহিদি। তবে দলীয় ১৯০ রানে দুশমন্ত চামিরার বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৯০ বলে ৪ বাউন্ডারিতে ইনিংস সর্বোচ্চ ৭২ রান করা রহমত শাহ। এরপর থিসারা পেরেরার করা ৪৫তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন ৩৭ রান করা হাশমতউল্লাহ। শেষদিকে মোহাম্মদ নবী ১৫, নাজিবুল্লাহ জাদরান ১২, গুলবাদিন ৪ ও রশিদ খান ১৩ রান করে মাঠ ছাড়েন। আফতাব আলম ৭ রানে অপরাজিত থাকেন। লঙ্কানদের থিসারা পেরেরা সর্বোচ্চ ৫টি উইকেট তোলেন। আকিলা ধনাঞ্জয়া ২টি উইকেট নেন। লাসিথ মালিঙ্গা, চামিরা ও জয়াসুরিয়া ১টি করে উইকেট পান। আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড: আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজীর উর রহমান, আফতাব আলম এবং ইসানুল্লাহ জানাত। শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, দাশুন সানাকা, শেহান জয়াসুরিয়া, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দুশমন্ত চামিরা এবং লাসিথ মালিঙ্গা। সূত্র: সারাবাংলা এমএ/ ০৯:২২/ ১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pdeIqj
September 18, 2018 at 03:33AM
17 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top