সেলফি তোলার জন্য তৈরি হচ্ছে সেলফি টাওয়ার

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বরঃ সেলফি তুলতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য সুখবর। আপনাদের চিন্তার অবসান ঘটালো খোদ বিএসএফ। হ্যাঁ ঠিকই দেখলেন।  ভারত-পাক সীমান্ত যারা দেখতে যাবেন, তারাই এর সুযোগ পাবেন।

পাক কাঁটাতার থেকে মাত্র ১৫০ মিটারের দূরে সুইগাম তালুকের নাদাবেটের থেকে ২৫ কিমি দূরত্বে তৈরি হচ্ছে তিন তলা উঁচু সেলফি প্ল্যাটফর্ম। ওয়াগা সীমান্ত যেমন বিখ্যাত দুই দেশের সেনার মধ্যে ‘মক ফাইটিং’-এর জন্যে, তেমনই নাদাবেট থেকে পর্যটকরা ফিরবেন অসাধারণ সেলফি সংগ্রহ নিয়ে। ছবিতে ধরা পড়বে পাকিস্তানের নাগরপারকার জেলার বালোত্রা গ্রামের টুকরো দৃশ্যও।
গুজরাট সরকার দু’বছর আগে প্রথম চালু করেছিল ‘সীমা দর্শন’ প্রকল্প। সেই থেকে জিরো পয়েন্ট-৯৬০-এ ক্রমশ বাড়ছে উৎসাহীদের সংখ্যা। উইকএন্ডে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ২ হাজারে। সপ্তাহের অন্যদিনে ৫০০ জনের আসেপাশের পর্যটক ভিড় করেন এখানে।

গুজরাট রেঞ্জের বিএসএফ ইন্সপেক্টর জেনারেল জি এস মালিক জানিয়েছেন, বিএসএফ-এর সঙ্গে যৌথভাবে সেলফি টাওয়ার তৈরি করছে গুজরাটের রাজ্য সরকার। সুইগামের সরপঞ্চ ভিহাজি রুপানি জানিয়েছেন, একমাস আগেই সেলফি টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে আরও দুটি টাওয়ার তৈরির পরিকল্পনা রয়েছে। সেলফি টাওয়ার তৈরি করতে রাজ্য সরকারের তরফে ৩৯ কোটি টাকা দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xoBwqM

September 18, 2018 at 02:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top