মুম্বই, ১৪ সেপ্টেম্বরঃ গোটা দেশে ৪জি স্পিডে সেরা হল রিলায়েন্স জিও। মাইস্পিড ওয়েবসাইটে অগাস্টে প্রকাশিত ট্রাই-এর তথ্য থেকে একথা জানা গিয়েছে। গড়ে ২২.৩ এমবিপিএস ডাউনলোড স্পিড নিয়ে প্রথম স্থানে রয়েছে জিও। অগাস্টের এই স্পিড জিও-র জুলাইয়ের ২০ এমবিপিএস স্পিডের চেয়েও বেশি।
এছাড়া এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া-র ৪জি স্পিড বৃদ্ধি পেলেও ১০ এমবিপিএস পার করতে পারেনি। ২০ এমবিপিএস স্পিড নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল। ৬.৭ এমবিপিএস ও ৬.২ এমবিপিএস স্পিডের সঙ্গে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ভোডাফোন ও আইডিয়া।
আপলোডিংয়ের ক্ষেত্রে ৫.৯ এমবিপিএস স্পিড নিয়ে অগাস্টে শীর্ষে রয়েছে আইডিয়া। ৫.১ এমবিপিএসে স্পিডের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে ভোডাফোন। ৪.৯ এমবিপিএস আপলোড স্পিড নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জিও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QtJNTb
September 14, 2018 at 10:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন